Welcome to Netrakona Government College

মহুয়া মলুয়ার দেশে সবুজে ঘেরা ‘নেত্রকোণা সরকারি কলেজ’, নেত্রকোণা জেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশবিভাগ পূর্বকালে এই জেলায় আধুনিক শিক্ষার সূচনা হলেও বৃটিশ শাসন আমলে এখানে কোন কলেজ প্রতিষ্ঠা হয়নি। ফলে বিদ্যমান স্কুল গুলো থেকে প্রতিবছর অসংখ্য মেধাবী, প্রতিভাবান ছাত্রছাত্রী বেরিয়ে এলেও বিত্তবান পরিবারের সন্তানেরাই ময়মনসিংহ, ঢাকা বা কলকাতায় গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেত। আর এ সুযোগ থেকে বঞ্চিত হত অসংখ্য গরীব মেধাবী ছাত্রছাত্রী। এ অবস্থায় এলাকার তৎকালীন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়। দেশ বিভাগোত্তর কালে নেত্রকোণা মহকুমা প্রশাসক জনাব গিয়াস উদ্দিন আহম্মদ সিএসপি এর আন্তরিক প্রচেষ্টায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন জনাব আছান আলী এমএলএ , জনাব আকবর আলী এমএলএ, এ. কে . ফজলুল হক, প্রফুল চৌধুরী, ডাঃ ছমির উদ্দিন ও বীরেন্দ্র দত্ত চৌধুরী (সন্দেশ বাবু)। উদ্যোক্তাদের প্রথম সভাতেই তৎকালীন রৌহার জমিদার বীরেন্দ্র দত্ত চৌধুরী (সন্দেশ বাবু) সাতপাইয়ের যে স্থানে কলেজটির অবস্থান , সে জমিটুকু কলেজের জন্য দান করেন। পরবর্তীকালে নিজস্ব ভূমিতে কলেজের অবকাঠামোর নির্মান কাজ শুরু হলে আরো কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি কলেজের জন্য ভূমি দান করেন।

স্বাধীনতা ভাস্কর্য
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা


“অসৎ উপায়ে ডিগ্রি নিয়ে মানুষ হওয়া যায় না। ডিগ্রি নিয়ে নিজের আত্মাকে ধোঁকা দেওয়া যায়। সত্যিকারের মানুষ হতে হলে লেখাপড়া করতে হবে “
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

“ছাত্রদের জন্য সব থেকে বড় সম্পদ শিক্ষা। কারণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই পারে একটি দেশ ও জাতিকে দারিদ্র্যমুক্ত হিসেবে প্রতিষ্ঠা করতে “
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

“মানবিক মূল্যবোধগুলো যেন প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রোথিত করে দিতে পারি – যাতে তারা সুনাগরিক হতে পারে, ভালো মানুষ হতে পারে “
মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি.

“দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছেন “
মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি

প্রফেসর মোঃ নূরুল বাসেত
বিসিএস (সাধারন শিক্ষা)
অধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা।
অধ্যক্ষের বাণী
হাওর পাহাড় নদীর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীমান্তবর্তী এই নেত্রকোণা জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ নেত্রকোণা সরকারি কলেজ। এই কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মেধাবী শিক্ষকগণ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতি বছর এই কলেজ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে। অত্র কলেজের শিক্ষার্থীরা নিয়মিত তাদের অর্জিত ফলাফলের মাধ্যমে জাতীয় পর্যায়ে রাখছে মেধার স্বাক্ষর। এই কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, গবেষণা প্রতিষ্ঠানে এবং জাতি গড়ার মহান পেশা শিক্ষকতায়। শুধু তাই নয় ব্যবসা, বাণিজ্য, রাজনীতি ও সৃজনশীল নানান কর্মেও নিয়োজিত আছে আমাদের গ্রাজুয়েট শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা যেমন কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনষ্ক তেমনি তারা সমাজ সচেতন ও মানবিক।
অধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা।

প্রফেসর মোঃ আবদুল মতিন ভূঞা
বিসিএস (সাধারন শিক্ষা)
উপাধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা।
উপাধ্যক্ষের বাণী
চিন্তাতরঙ্গে দোলায়িত হবে শিক্ষার্থীমস্তিষ্ক। চপলচঞ্চল মন মেতে থাকবে উদ্ভাবনী সম্ভাবনায়। বিশ্বব্যাপী বিজ্ঞান-প্রযুক্তির মিছিলের নেতৃত্ব দিবে আমার শিক্ষার্থীগণ। শিল্প-সাহিত্য-দর্শন, অর্থনীতি, সমাজনীতির দিগন্তে নবরূপে অরুণাভ ছড়িয়ে রঙধনু আঁকবে আমার শিক্ষার্থীরা। মাতৃভূমির ইতিহাস-ঐতিহ্যের ক্রোমোজোম হয়ে উঠবে তারা। তাঁদের একাগ্রচিত্তের বাসনা আর আমাদের সুপরিকল্পিত কর্মকান্ডের মাধ্যমে এ স্বপ্নকে সত্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব।এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে। অত্র কলেজের শিক্ষার্থীরা নিয়মিত তাদের অর্জিত ফলাফলের মাধ্যমে জাতীয় পর্যায়ে রাখছে মেধার স্বাক্ষর। এই কলেজের গ্রেজুয়েট শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, গবেষণা প্রতিষ্ঠানে এবং জাতি গড়ার মহান পেশা শিক্ষকতায়। শুধু তাই নয় ব্যবসা, বাণিজ্য, রাজনীতি ও সৃজনশীল নানান কর্মেও নিয়োজিত আছে আমাদের গ্রেজুয়েট শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা যেমন কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনষ্ক তেমনি তারা সমাজ সচেতন ও মানবিক।
উপাধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা
At a glance
EIIN – 113194
NU Code – 4801
Shift – Day
Version – Bangla