প্রফেসর মোঃ আবু তাহের খান
বিসিএস (সাধারন শিক্ষা)
অধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা।

অধ্যক্ষের বাণী

হাওর পাহাড় নদীর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীমান্তবর্তী এই নেত্রকোণা জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ নেত্রকোণা সরকারি কলেজ। এই কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মেধাবী শিক্ষকগণ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতি বছর এই কলেজ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে। অত্র কলেজের শিক্ষার্থীরা নিয়মিত তাদের অর্জিত ফলাফলের মাধ্যমে জাতীয় পর্যায়ে রাখছে মেধার স্বাক্ষর। এই কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, গবেষণা প্রতিষ্ঠানে এবং জাতি গড়ার মহান পেশা শিক্ষকতায়। শুধু তাই নয় ব্যবসা, বাণিজ্য, রাজনীতি ও সৃজনশীল নানান কর্মেও নিয়োজিত আছে আমাদের গ্রাজুয়েট শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা যেমন কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনষ্ক তেমনি তারা সমাজ সচেতন ও মানবিক।

অধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা।

Scroll to Top