প্রফেসর মোঃ আবু তাহের খান
বিসিএস (সাধারন শিক্ষা)
উপাধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা।
উপাধ্যক্ষের বাণী
চিন্তাতরঙ্গে দোলায়িত হবে শিক্ষার্থীমস্তিষ্ক। চপলচঞ্চল মন মেতে থাকবে উদ্ভাবনী সম্ভাবনায়। বিশ্বব্যাপী বিজ্ঞান-প্রযুক্তির মিছিলের নেতৃত্ব দিবে আমার শিক্ষার্থীগণ। শিল্প-সাহিত্য-দর্শন, অর্থনীতি, সমাজনীতির দিগন্তে নবরূপে অরুণাভ ছড়িয়ে রঙধনু আঁকবে আমার শিক্ষার্থীরা। মাতৃভূমির ইতিহাস-ঐতিহ্যের ক্রোমোজোম হয়ে উঠবে তারা। তাঁদের একাগ্রচিত্তের বাসনা আর আমাদের সুপরিকল্পিত কর্মকান্ডের মাধ্যমে এ স্বপ্নকে সত্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব।এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে। অত্র কলেজের শিক্ষার্থীরা নিয়মিত তাদের অর্জিত ফলাফলের মাধ্যমে জাতীয় পর্যায়ে রাখছে মেধার স্বাক্ষর। এই কলেজের গ্রেজুয়েট শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, গবেষণা প্রতিষ্ঠানে এবং জাতি গড়ার মহান পেশা শিক্ষকতায়। শুধু তাই নয় ব্যবসা, বাণিজ্য, রাজনীতি ও সৃজনশীল নানান কর্মেও নিয়োজিত আছে আমাদের গ্রেজুয়েট শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা যেমন কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনষ্ক তেমনি তারা সমাজ সচেতন ও মানবিক।
উপাধ্যক্ষ
নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণ